ঢাকাMonday , 18 July 2022

বিশ্বে করোনায় আরও ৫৯৫ মৃত্যু, আক্রান্ত কমেছে

Zero News
July 18, 2022 10:55 am
Link Copied!

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ২৮ জন; যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় সোয়া ১ লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯৫ জনের।

সোমবার (১৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৯৬৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৮৭ হাজার ৫১৪ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১ জনের এবং শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৫৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১০ হাজার ৮৫২ জন এবং মৃত ৫৫ জন। ইতালিতে আক্রান্ত ৬৭ হাজার ৮১৯ জন এবং মৃত্যু ৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৪ হাজার ৩২৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ জনের। জাপানে মৃত ২১ জন এবং আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩০ জন এবং আক্রান্ত ৩৭ হাজার ৮৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮ জন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২০ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।