ঢাকাFriday , 29 July 2022

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

Zero News
July 29, 2022 5:02 pm
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন আসার সময় লাইনে উঠে যাওয়া মাইক্রোবাসের ১১ যাত্রী প্রাণ হারিয়েছেন ট্রেনের ধাক্কায়।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলা আন্তনগর ট্রেন মহানগর প্রভাতীর যাত্রাকালে মাইক্রোবাসটি দ্রুতগতিতে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। কিন্তু সেটি লাইনে ওঠার পর ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার উপপরিদর্শক সৈয়দ আহমেদ।

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।