ঢাকাMonday , 1 August 2022

মধ্যপ্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৮

Zero News
August 1, 2022 8:59 pm
Link Copied!

ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ভবন থেকে আগুনের বিশাল কুণ্ডলী ও ধোঁয়া বের হচ্ছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে আগুন লাগে।

পুলিশ জানায়, আগুনে পাঁচজন রোগী এবং হাসপাতালের তিনজন কর্মী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে বেশ কিছু মানুষ।

জবলপুরের মুখ্য পুলিশ সুপার অখিলেশ গৌর বলেন, এটি ভয়াবহ অগ্নিকাণ্ড। আমাদের দলগুলো হাসপাতালের ভেতরে আটকে পড়া সব লোককে উদ্ধার করেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

পুলিশ জানায়, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।