ঢাকাMonday , 1 August 2022

মাঙ্কিপক্স উপসর্গে ভারতে প্রথম মৃত্যু

Zero News
August 1, 2022 12:23 pm
Link Copied!

মাঙ্কিপক্স উপসর্গ নিয়ে ভারতের কেরালায় প্রথম একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মারা যাওয়া ব্যক্তি গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আসেন। তখন তার দেহে মাঙ্কিপক্সের উপসর্গ ছিল না। গত ২৬ জুলাই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার মৃত্যু হয়।

তবে, ওই যুবক বিদেশে থাকা অবস্থায় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। ভারতে আসার আগে তিনি মাঙ্কিপক্সের যে পরীক্ষা করেছিলেন, শনিবার সেই রিপোর্ট তার পরিবারের কাছে এসেছে। রিপোর্টে মাঙ্কিপক্স পজিটিভ ছিল। কিন্তু, ওই যুবকের মৃত্যু আসলেই মাঙ্কিপক্সে হয়েছে কি না, তা জানাতে কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তার নমুনা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভারতে গত ১৪ জুলাই প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়। দেশটিতে এখন পর্যন্ত চারজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন কেরালার একজন দিল্লির।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস