ঢাকাMonday , 1 August 2022

শার্শায় ইউপি সদস্য হত্যা মামলার আরো তিন আসামি আটক

Zero News
August 1, 2022 10:24 am
Link Copied!

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যা মামলার প্রধান আসামীসহ আরো তিন আসামিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

যশোর ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম বলেন,রোববার তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর জেলার মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

আটকরা হচ্ছেন শার্শা উপজেলার মহিশাকুড়া গ্রামের সাদেক আলির ছেলে লুৎফর রহমান (৬০) ও আবদার আলি (৬৫),আবদার আলির ছেলে কলিম উদ্দিন (৩২)।

আরিফুল ইসলাম বলেন,গত ২১জুন রাতে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারস্থ ভাই ভাই ফার্নিচারের দোকানের সামনে কতিপয় সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে ০৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড ইউপি সদস্য আশানুজ্জামান বাবলুকে কুপিয়ে হত্যা করে।এর পর থেকে তারা পলাতক ছিল।
তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামীর অবস্থান সনাক্ত করেন রোববার যশোর জেলার মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে বাবলুকে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে জানান তিনি।

হত্যা কাজে ব্যবহৃত তিনটি গাছি দা, অবিস্ফোরিত ককটেল সদৃশ কৌটা ০৩ টি ও ৪টি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলে জানান আরিফুল।