ঢাকাWednesday , 3 August 2022

ত্রিশালে আলোকসজ্জা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

Zero News
August 3, 2022 11:29 am
Link Copied!

মামুনুর রশিদ, ত্রিশাল-ময়মনসিংহ প্রতিনিধিঃ

শ্রম অধিকার আইন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে লক্ষে ময়মনসিংহের ত্রিশালে গতকাল মঙ্গলবার রাতে ত্রিশাল পৌর বাজারে আলোকসজ্জা ও রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এছাড়াও একই অপরাধে দোকানপাট খোলা রাখায় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল সহকারী কমিশনার ( ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা পাশাপাশি সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ত্রিশাল পৌরসভার বাজার ঘুরে ঘুরে ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকগণকে অতিরিক্ত আলোকসজ্জা ব্যবহার না করতে উৎসাহিত করেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।
ত্রিশাল সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বিদ্যুৎ অপচয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। যারা এই নিষেধাজ্ঞ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান রাতে খোলা রাখবে তাদেরকে জরিমানা করা হবে।