ঢাকাMonday , 15 August 2022

চকবাজারে আগুনের ঘটনায় ৬ মরদেহ উদ্ধার

Zero News
August 15, 2022 5:29 pm
Link Copied!

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুন লাগা ভবন থকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে দমকল কর্মীরা।

এদিন দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন লাগা ভবনসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারের বিষয়ে ব্রিফিংকালে ঝুঁকির কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

তিনি বলেন, আগুন লাগা ভবনের আশপাশের অনেক ভবনেই কারখানা গড়ে উঠেছে, এসব খুবই ঝুঁকিপূর্ণ। এসব ভবনে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।

স্থানীয়রা জানান, লালবাগের কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুন লাগার পর লোকজন দ্রুত সরে যান। পরে পাশের একটি হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সোয়া দুই ঘণ্টার টেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।