ঢাকাTuesday , 16 August 2022

চট্টগ্রাম লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২ জনের কারাদণ্ড

Zero News
August 16, 2022 9:25 pm
Link Copied!

এম, দলিলুর রহমান চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ দক্ষিণ নতুনপাড়া এবং একই উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গায় পাহাড় কাটার অপরাধে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৬ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ শাহজাহান। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চরম্বার মুহাম্মদ কামাল উদ্দিনের পুত্র মোঃ কায়েস উদ্দিন এবং বড়হাতিয়া ইউনিয়নে মুহাম্মদ রফিকের পুত্র মোঃ তারেক আজিজ।

অভিযানকালে লোহাগাড়া থানার এস আই রুহুল আমিনসহ থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ নতুন পাড়া ৮ নং ওয়ার্ড এবং চরম্বা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গায় রাতের আঁধারে পাহাড় কাটছিল এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার অপরাধে কায়েস উদ্দিনকে ১মাস এবং তারেক আজিজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নিষেধ করা সত্ত্বেও বিধি বহির্ভূত ভাবে দিনে এবং রাতে পাহাড় কাটায় দুজনকে এ শাস্তি প্রদান করা হয়।

অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা দন্ডনীয় অপরাধ। এই ধরণের খেকোদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।