ঢাকাFriday , 19 August 2022

মতলব উত্তরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Zero News
August 19, 2022 7:28 pm
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে বটমূলে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন মতলব উত্তর জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

মতলব উত্তর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিমল দাসের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাঢ়ৈ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ইসকন এর আহŸায়ক যুগল কৃষ্ণ রায়, সাবেক প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম রায়, জাগো হিন্দু পরিষদের আহŸায়ক প্রভাত চন্দ্র ভৌমিক, সাবেক ছাত্রনেতা বিষ্ণুপদ সরকার’সহ হিন্দু ধর্মলম্বী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সেই লক্ষ্যে সা¤প্রদায়িক স¤প্রীতির বন্ধনে থেকে উৎসব পালন করব। তিনি বলেন, ধর্মটা একটা আত্মশুদ্ধির ব্যাপার। সকল ধর্মেই দুষ্টের দমন ও সৃষ্টের লালনের কথা বলা হয়েছে। তাই ধর্মের নিয়ম নীতি অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলেই ধর্মের মাধ্যমে মানব জাতির কল্যাণ বয়ে আনা যাবে। জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানটি ছোট পরিসরে হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। তবে আগামীতে আরো বড় পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনও।