ঢাকাWednesday , 24 August 2022

জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে শ্যামনগরে মুন্ডা আদিবাসীদের উপর হামলা ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Zero News
August 24, 2022 8:06 pm
Link Copied!

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাটে মুন্ডা আদিবাসীদের উপর বর্বরোচিত হামলা ও নরেন মুন্ডা হত্যার বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার বিকাল ৪.৩০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, কোষাধ্যক্ষ সুধির তিরকি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, চাপাঁইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তিরকি, রংপুর জেলার আহŸায়ক বিমল খালকো, নাটোর জেলা সহ-সভাপতি প্রতাপ সিং, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, খুলনা জেলা আহŸায়ক নিরাপদ মুন্ডা, যুগ্ম-আহŸায়ক উজ্জল মুন্ডা, শ্যামনগর উপজেলা সভাপতি বাহামনি মুন্ডা, নিহত নরেন মুন্ডার সন্তান সনাতন মুন্ডা প্রমুখ।

মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য অজিত কুমার রাজবংশী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সামসের সমন্বয়কারী রাম প্রসাদ মুন্ডা, দৃষ্টিনন্দন দারিদ্রমোচন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী, দলিত পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শ্যামনগরের মুন্ডা আদিবাসীদের উপর হামলা ও নরেন্দ্র নাথ মুন্ডার হত্যার মূলহোতা সহ জড়িত সকলকে দ্রæত গ্রেফতারের দাবি জানান। বক্তারা দাবি করে বলেন, আদিবাসীদের প্রতি হামলা, উচ্ছেদ, ভূমিদখল হত্যার মত ঘটনা ঘটেই চলেছে।

বক্তারা আগামী সাতদিনের মধ্যে ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের আল্টিমেটাম দেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্তর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এছাড়াও সকাল ১১টায় ধুমঘাট গ্রামে ঘটনাস্থল ও নিহত নরেন মুন্ডার বাড়ি পরিবর্দশন করেন জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।