ঢাকাWednesday , 24 August 2022

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

Zero News
August 24, 2022 8:08 pm
Link Copied!

এম. এ মান্নান পলক বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ২৪শে আগষ্ট উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৫ (বেলকুচি – চৌহালী) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান , বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, বেলকুচি উপজেলা কৃষি কর্ম কর্তা কল্যাণ প্রসাদ পাল, নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস, মৎস্য কর্ম কর্তা শামীম রেজা, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন খাঁন, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন, ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছিরুদ্দিন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।