ঢাকাFriday , 26 August 2022

ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমছে

Zero News
August 26, 2022 8:23 pm
Link Copied!

গত কয়েকদিনের তুলনায় দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, যা আগের দিনের তুলনায় ১১২ জন কম।

শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৪১ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৪৪১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৫ হাজার ১৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬২৫ জন। মারা গেছেন ১৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৬৫ জন। মারা যান ১০৫ জন।