ঢাকাSunday , 28 August 2022

জাতির পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় শোক দিবসের আলোচনা সভা ও মেজবান সম্পন্ন

Zero News
August 28, 2022 1:47 pm
Link Copied!

এম, দলিলুর রহমান চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধিঃ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ের জন্য আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে স্বপ্নে বিভোর। তাই, আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

গত ২৬ আগস্ট শুক্রবার সকাল ১১টায় স্থানীয় রাজমহল কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা ও মেজাবন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ হিরুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাতকানিয়া-লোহাগাড়া আসানের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি।

শোক সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবণা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া প্রমূখ।
আলোচনা সভায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে পরিশ্রম করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে উন্নতির উচ্চমাত্রায় নিতে কাজ করছেন।

আলোচনা সভায় আমিনুল ইসলাম আমিন বলেন, জাতির পিতার খুনীদের বিদেশ থেকে এনে অবিলম্বে রায় কার্যকর করতে হবে। জাতির জনকের শাহাদত বার্ষিকীতে শোককে শক্তিতে পরিণত করে আগামীতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করতে হবে।

আলোচনা সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দীন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, মোস্তাক আহমদ আঙ্গুর, আনোয়ার কামাল, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, নুরুচ্ছফা চৌধুরী, শ্রীনিবাস দাশ সাগর, এডভোকেট হুমায়ুন কবির রাসেল, বিএমএ নেতা ডা. শাহ্ আলম, কাশেম মিয়া, ফরিদ আহমদ, নাজমুল হাছান মিন্টু, মুজিবুর রহমান, তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, এম কামাল উদ্দীন, মোজাহিদ বিন কাইছার, আজিজুর রহমান, মোহাম্মদুল হক, নুরুল ইসলাম, এমএস মামুন, মামুনুর রশিদ চৌধুরী, নুরুল হক, হারুনুর রশিদ রাশু, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দীন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আব্দুল হান্নান ফারুক, আখতারুজ্জামান চৌধুরী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, তাঁতী লীগের আহবায়ক নাছির উদ্দীন, ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হোসেন মেহেদী ও সম্পাদক রেমি হাসান চৌধুরী ইমনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রায় ৬ হাজার লোকের মেজবানের আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।