ঢাকাSunday , 28 August 2022

হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা

Zero News
August 28, 2022 12:46 pm
Link Copied!

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দুই দিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা গত দুই দিন আগেও বিক্রি হয়েছিল ২২ টাকা দরে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা।

রোববার (২৮ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকার ফলে কমতে শুরু করেছে দাম। আমরা একটু খারাপ মানের পেঁয়াজর ১৫ থেকে ১৬ টাকায় এবং ভালো মানের পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করছি। তবে আগের মতো ক্রেতা নেই।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মুশফিকুর রহিম বলেন, বাজারে সব পণ্যের দামই চড়া। এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর হলো পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম কম। যেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হচ্ছে সেভাবে তো আমাদের আয় বাড়েনি। রিকশা চালিয়ে খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে। সেই সাথে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও জানান সাধারণ ক্রেতারা।

হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার ভারতীয় ৩১ ট্রাকে ৯১৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।