ঢাকাThursday , 22 September 2022

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৩৭

Zero News
September 22, 2022 5:59 pm
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩০৬ জন ঢাকার এবং ১৩১ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫২৯ জন ভর্তি।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ২৯৮ জন। মারা গেছেন ৪৮ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন মারা যান।