ঢাকাThursday , 29 September 2022

চট্টগ্রাম লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানিকে জরিমানা

Zero News
September 29, 2022 6:24 pm
Link Copied!

এম, দলিলুর রহমান, চট্টগ্রাম-লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম লোহাগাড়ায় লাইসেন্স বিহীন গ্যাস বিক্রয় সহ বিভিন্ন অপরাধে ৫ দোকানিকে ১৬,০০০ টাকা জরিমানা করেছেন লোহাগাড়া ভ্রাম্যমাণ আদালত। 

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার নাপারটিলা বাজারে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন এবং বিভিন্ন অপরাধে পাঁচ দোকানদার থেকে ১৬,০০০ টাকা জরিমানা আদায় করেন। যথাক্রমে- সমশু ষ্টোরের মালিক আব্দুর রহিমকে ৩,০০০/- মেসার্স- হামিদ ষ্টোরের মালিক মোহাম্মদ হামিদ হোসাইনকে- ১,০০০/- মেসার্স সবুর & ব্রাদার্স এর মালিক আব্দুস সবুরকে- ৫,০০০/- আমিরাবাদ এন্টারপ্রাইজের মালিক ফারুক হোসেনকে- ৫,০০০/- মান্নান ষ্টোরের মালিক আব্দুল মান্নানকে- ২,০০০/- সর্বমোট ষোল হাজার টাকা জরিমানা আদায় করা হয়, অভিযান পরিচালনা করেন লোহাগাড়া নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।

এ সময় লোহাগাড়া থানার এস আই মোমিন এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্সসহ ভোক্তা পর্যায়ে জবাবদিহিতামুলক ব্যবসা পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন।

নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান বলেন জনস্বার্থে এই ধরণের অভিযান চলমান থাকবে।