ঢাকাTuesday , 15 November 2022

বিটিপি’র পদধারী কোন নেতাকর্মীর ব্যক্তিগত লেনদেন বা ঝামেলার দায়ভার দল বহন করবে না

Zero News
November 15, 2022 3:24 pm
Link Copied!

দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে ইতিমধ্যেই বাংলাদেশ তৃণমূল পার্টির কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে। আর তাই সারাদেশের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্টি’র চেয়ারপার্সন জুলিয়া আক্তার।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে (এফপিএবি টাওয়ারে) পার্টি’র প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে তিনি বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি তার ব্যক্তি স্বার্থ হাসিলের লক্ষ্যে আর্থিক লেনদেন করে অথবা ব্যক্তিগত কোনো ঝামেলা দলের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ দলের পদ থেকে বহিষ্কার করা হবে”।

এসময় বৈঠকে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল পার্টি’র ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আসাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ শেখ ও খুলনা মহানগর কমিটির সদস্য সচিব মাকসুদ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।