ঢাকাMonday , 21 November 2022

দুই জঙ্গি পালিয়ে যাওয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে সর্তকতা

Zero News
November 21, 2022 12:02 pm
Link Copied!

ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর রোববার (২০ নভেম্বর) বিকেলে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে সতর্কতামূলক চিঠি এসেছে। একই সঙ্গে ওই দুই জঙ্গির নাম ও ছবি পাঠানো হয়েছে। তাদের দুজনের নাম স্টপ লিস্টে রাখা হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের ১৮ মার্চ থেকে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর রুটে নতুন করে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারতীয় হাইকমিশন। সেই হিসেবে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী এ সীমান্ত দিয়ে দিয়ে পার হওয়ার সম্ভাবনা নেই। এরপরও এসবির নির্দেশনা পেয়ে বন্দরে আইটিসহ সব বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।