ঢাকাMonday , 21 November 2022

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ফ্রিম্যানের সঙ্গে কে এই মুফতাহ

Zero News
November 21, 2022 11:37 am
Link Copied!

শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত কাতার বিশ্বকাপ ফুটবল। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন হয়ে গেল রোববার (২০ নভেম্বর)।

অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা মরগান ফ্রিম্যানের সঙ্গে কথোপকথন করতে দেখা গেছে ঘানিম আল মুফতাহ নামের এক যুবককে। দু’হাতে ভর দিয়ে সে বেশ কিছুক্ষণ ফ্রিম্যানের সঙ্গে কথা বলেছে। এসময় সে কোরআন পাঠও করেছে। এরপর থেকে দর্শকদের মধ্যে প্রশ্ন জেগেছে কে এই মুফতাহ।

এবারের কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মুফতাহ। জন্ম থেকেই পা নেই তার। তিনি কডাল রিগ্রেশন সিন্ড্রোমে ভুগছেন। পৃথিবীতে খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু মুফতাহ সব বাধাকে অতিক্রম করে এখন কাতারের বহু মানুষের অনুপ্রেরণা। ২০ বছর বয়সী মুফতাহর ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। এছাড়া আইসক্রিমের ব্যবসাও রয়েছে তার।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি (ইউকে)