ঢাকাWednesday , 23 November 2022

প্রথম ১০ গোলের জন্য ব্রাজিলের ১০ রকমের নাচ!

Zero News
November 23, 2022 4:37 pm
Link Copied!

বিশ্বমঞ্চে বরাবরই ফেভারিট ব্রাজিল। হেক্সা মিশনে কাতার বিশ্বকাপে পাড়ি জমিয়েছে সেলেসাওরা। সেলেসাওরা ম্যাচ জিতবে আর ভিন্নভাবে উদযাপন হবে না, তা কি হয়! ম্যাচের প্রতিটি গোলে উচ্ছ্বাস প্রকাশে আলাদা আলাদা নাচের অনুশীলনও করেছে তিতের শিষ্যরা। প্রথম ১০ গোলের জন্য ১০ রকমের নাচ অনুশীলন করেছে নেইমাররা।

ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়ার ভাষ্য অনুযায়ী, সত্যি বলতে এরই মধ্যে আমরা ১০ম গোল পর্যন্ত নাচ প্রস্তুত করে রেখেছি। প্রতি ম্যাচের জন্যই প্রায় ১০টার মতো নাচ প্রস্তুত করা আছে, প্রথমটার জন্য একটা, দ্বিতীয়টার জন্য আরেকটা, তৃতীয়টার জন্য অন্য একটা। আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে।

বিশ্বকাপের ২২তম আসরে ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। এদিন দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এ ছাড়া গ্রুপ পর্বে অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ড ও ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।