ঢাকাMonday , 28 November 2022

এসএসসিতে আড়াই লাখের বেশি ফেল

Zero News
November 28, 2022 3:59 pm
Link Copied!

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৫০ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পাস করেননি। এরমধ্যে ৫০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

সোমবার (২৮ নভেম্বর) ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

ফেল করা পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১ লাখ ২৮ হাজার ১৪৭ জন এবং মেয়ে ১ লাখ ২২ হাজার ৩৭৩ জন।

গতবারের চেয়ে এবার এক লাখের বেশি ফেল করেছে। গত বছর ১ লাখ ৪৩ হাজার ৮৪৯ শিক্ষার্থী পাস করতে পারেনি।

তবে, গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে প্রায় ১ লাখ। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী।

চলতি বছরের গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।