ঢাকাSunday , 11 December 2022

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ২২০

Zero News
December 11, 2022 5:15 pm
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ২২০ জন ভর্তি হয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ঢাকার বাসিন্দা ১০৪ জন এবং ঢাকার বাইরে ১১৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ২৯৮ জন। এর মধ্যে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৯৭২ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। মারা যান ১০৫ জন।