ঢাকাSunday , 11 December 2022

বিশ্বে চলতি বছর নিহত ৬৭ সাংবাদিক

Zero News
December 11, 2022 5:21 pm
Link Copied!

চলতি বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতার শিকার হয়ে মোট ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোতে অপরাধী গোষ্ঠীগুলোর সহিংসতার ফলে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। খবর আল জাজিরার।

শুক্রবার (৯ ডিসেম্বর) প্রকাশিত আইএফজের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় আগ্রাসনের পর ইউক্রেনে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোট ১২ জন সাংবাদিক নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনীয় সাংবাদিক; তবে বিদেশি কয়েকজন সাংবাদিকও ইউক্রেনে নিহত হয়েছে।

এতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের ১১ মে ইসরায়েলি বাহিনীর হাতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহতের বিষয়টিও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আইএফজে জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৩৭৫ জন গণমাধ্যমকর্মী কারাগারে রয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় বেশি। আটকদের বেশিরভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান এবং বেলারুশের কারাগারে রয়েছে।