ঢাকাTuesday , 13 December 2022

অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের সংঘর্ষ

Zero News
December 13, 2022 12:02 pm
Link Copied!

ভারতের অরুণাচল সীমান্তের তাওয়াংয়ে এলাকায় ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে আসেন বলে জানা গেছে।

সীমান্তে সংঘর্ষের এ ঘটনা গত শুক্রবার গভীর রাতে ঘটলেও বিষয়টি মঙ্গলবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে। তবে গালওয়ানের মতোই তাওয়াঙেও দ্বিপক্ষীয় সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনো পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

এর আগে, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশকারী চীনা সেনাদের ভারতীয় বাহিনী বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল।