ঢাকাThursday , 29 December 2022

নীলফামারীতে আন্ত:জেলা চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Zero News
December 29, 2022 12:00 pm
Link Copied!

নীলফামারীতে আন্তঃজেলা চোর চক্রের চারজনকে গ্রেফতার করার পর প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ। 

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জানান, গত মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে রাজু মিয়া (৩০), একই উপজেলার দুখু মিয়া (৩৮), জাহাঙ্গীর হোসেন (৩৯) ও আলমগীর হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়।
এ ঘটনায়, অটোচালক রিমন (২২) বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। রিমন উপজেলার ঢেলাপীর এলাকার আতিয়ার রহমানের ছেলে। সে জানায়, ওইদিন সোমবার দুপুরে উপজেলার ক্যান্টবাজার মোড়ে আনুমানিক ১.৩০ মিনিটে চেতনানাশক ঔষুধ খাইয়ে আমার অটোবাইকটি চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে, সৈয়দপুর থানার এসআই আনিছুজ্জামান তাৎক্ষনিক রিমনকে উদ্ধারসহ স্থানীয়দের সহযোগিতায় আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। সে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় বাদীর অভিযোগির ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সরোআরের নির্দেশনায়, পুলিশের একটি টিম গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা চোর দলের চার সদস্যকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আলমগীর হোসেন চেতনানাশক ঔষুধ খাইয়ে অটোচালকের সাথে কথা বলতে থাকেন এবং চেতনাহীন না হওয়া পর্যন্ত তাকে ব্যস্ত রাখেন। এই সুযোগে অপর সহযোগি রাজুমিয়া অটো নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আলমগীরের জবান বন্দিতে চোরাইকৃত তিনটি অটো উদ্ধার করা হয়। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তাদেরকে গ্রেফতারের ফলে এলাকায় অটো চুরি কমে যাবে বলে আশা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম, ডিবি ওসি খ.ম আখেরুজ্জামান প্রমুখ।

সাইফুল ইসলাম মানিক নীলফামারী।