ঢাকাThursday , 29 December 2022

ভোর থেকেই মেট্রোরেলে চড়তে ঢাকার বাইরে থেকেও আসছেন ভ্রমণপিপাসুরা।

Zero News
December 29, 2022 11:22 am
Link Copied!

বহুল প্রত্যাশিত ও প্রতীক্ষিত মেট্রোরেল এখন বাস্তবতা। ঢাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিন নিয়ে এসেছে মেট্রোরেল। উদ্বোধনের পরদিনই এই উড়াল ট্রেনের প্রথম যাত্রী হতে স্টেশনগুলোতে মানুষের ভিড় লেগেছে। এমনকি মেট্রোরেলে চড়তে অনেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও আসছেন।

আজ (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে গিয়ে দেখা গেছে, সেখানে যাত্রীদের দীর্ঘ সারি। পৌষের কনকনে শীত উপেক্ষা করেও অনেকে এসেছেন সপরিবারে। কেউ কেউ ছোট ছেলে-মেয়ে নিয়ে এসেছেন। স্টেশন ঘুরে অন্তত পাঁচ শতাধিক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে।সকালে স্টেশনে এসে দেখি যাত্রীদের দীর্ঘ সারি। ১০ মিনিট পর পর ট্রেন এলেও সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার কেউ কেউ পরে এসেও লাইনের সামনে ঢুকে যাচ্ছেন। কাউকে কাউকে লাইন ছাড়াই আগেভাগে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। উদ্বোধনের পর প্রথম দিন যাত্রী বেশি হবে, সেটি চিন্তা করেই হয়তো নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়নি।

ঢাকার বাইরে থেকে আসা এক পরিবার জিরো নিউজকে জানান, মেট্রোরেলে ভ্রমণ করতে ঢাকায় এসেছি। প্রথম দিন ট্রেনে ভ্রমণ করতে পারবো, সেটা ভেবে আমরা অনেক আনন্দ অনুভব করছি। তবে যেহেতু প্রথমবার ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, তাই আগামী সপ্তাহখানেক মানুষের বাড়তি চাপ থাকবে। অনেকে অনেক দূর-দূরান্ত থেকেও ভ্রমণ করতে ঢাকায় আসবেন। একটা সময় ধীরে ধীরে এটি স্বাভাবিক হবে।