ঢাকাMonday , 2 January 2023

ডিআইইউ ইইই বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক।

Zero News
January 2, 2023 4:17 pm
Link Copied!

তাবাস্সুম ঈশা ,ডিআইইউ প্রতিনিধি।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ১৬ আগস্ট , ২০২২ ইং হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ তারেক নিজ দায়িত্বে ইইই বিভাগের বিভাগীয় প্রধান এর দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে ইইই বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেক বলেন, বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সহযোগিতায় বিভাগে যুগোপযোগী ও শিক্ষা বান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করে যাব।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্পিত এই গুরু দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।
সেইসাথে তিনি ইইই বিভাগের তথা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বৃদ্ধিকল্পে ইইই এলামনাই এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভুমিকা রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।