ঢাকাTuesday , 3 January 2023

ঝালকাঠি শহরের টিএন্ডটির সম্মুখে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ডাকাতি।

Zero News
January 3, 2023 5:41 pm
Link Copied!

এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি:

ঝালকাঠির টিএন্ডটির সম্মুখে মুখোশধারীরা অস্ত্রের মুখে সবার হাত পা বেঁধে
রেখে একটি ভবনে ডাকাতি করেছে বলে অভিযোগ উঠেছে।

শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকায় গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ
ঘটনা ঘটে।এ সময় ডাকাত দল ঘরে ষ্টীলের আলমারী ভেঙ্গে নগদ টাকা,
স্বর্নালংকারসহ কয়েক লাখ টাকার মূল্যবান মালামাল লুটে নিয়েছে। খবর
পেয়ে মঙ্গলবার সকালে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে।শহরের মধ্যে এধরনের
লোমহর্ষক ডাকাতীর ঘটনায় শংকা প্রকাশ করেছে।
বাড়ির মালিক বাদল মুন্সি ও তার স্ত্রী জানায়, গভীর রাতে ১০ থেকে ১৫
জনের একটি ডাকাত দল দুই তলা ভবনের দরজা ভেঙে ঘরে ঢোকে।
এরপর তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ির মালিক বাদল মুন্সি, তার স্ত্রী এবং দুই
ছেলেকে পৃথক দুটি কক্ষে বিছানার ওপর তাদের হাত পা ও চোখ
বেঁধে রাখে।এরপর রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত তারা আলমারী ও
সুকেজ তল্লাশী করে মোবাইল ফোন, স্বানাংলকার ও নগদ
টাকা নিয়ে ডাকাত দল র্নিবিঘে চলে যায়। এ ঘটনায় তিনি মামলা
দায়ের করবেন বলে বাড়ির মালিক মো: বাদল মুন্সি পুলিশকে জানান।
স্থানীয় একাধিক বাসিন্ধা জানিয়েছে,
সাম্প্রতিক সময়ে শহরে প্রায়শ-ই চুরীর ঘটনা ঘটছে। অনেকে ব্যক্তিগত
নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করলেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে
সনাক্ত করার প্রযুক্তিগত সক্ষমতা না থাকায় দূর্বৃত্তরা ধরা ছোয়ার বাইরে
থেকে যাচ্ছে। এ অবস্থায় শহরবাসী রাত্রীকালে শহরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল
জোরদার করার দাবী জানিয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:
নাসির উদ্দিন সরকার জানান, সকালে থানায় সংবাদ দেয়ার সাথে
সাথেই আমরা ঘটনাস্থলে পৌছেছি। বাড়ীর মালিকের সাথে
আলাপ করে সরেজমিন তদন্ত করে দেখা হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে
আলোচনা করে পুলিশের পক্ষ থেকে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
গ্রহন করা হবে।

এইচ এম নাসির উদ্দিন আকাশ,
ঝালকাঠি প্রতিনিধি।