ঢাকাTuesday , 3 January 2023

বছরের প্রথম দিনে বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় নতুন বই বিতরণ অনুষ্ঠান ২০২৩।

Zero News
January 3, 2023 4:40 pm
Link Copied!

এম, দলিলুর রহমান, চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধিঃ

শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষিত জাতি তৈরীতে বদ্ধ পরিকর আমাদের মছনের হাট, তার জন্য দরকার একটি প্রতিষ্ঠান যাহা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, আজ বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হয় নতুন বই বিতরণ অনুষ্ঠান ২০২৩।

আজ পহেলা জানুয়ারি ২০২৩ ইংরেজি নববর্ষের এইদিনে বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা কতৃক সুন্দরভাবে আয়োজন করা হয় বই বিতরণ অনুষ্ঠান ও বই উৎসব। বই উৎসব অনুষ্ঠানে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমি অধম উপস্থিত ছিলাম, এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ শাহ আলম, সহ-সভাপতি আলহাজ্ব ইসমাইল (সও), অর্থ-সম্পাদক চট্টগ্রাম চকবাজার চন্দপুরার সফল ব্যবসায়ী আবুল বশর সাহেব, আরও উপস্থিত ছিলেন শফিক আহমদ, প্রবীন মুরব্বি আব্দুল কাদেরসহ এলাকার গনমান্য মুরব্বিগন এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন, কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়ে মহাখুশি উপভোগ করতে দেখা যায়। অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হুজুর হযরত মাওলানা ইউনুস আলী সাহেবের মোনাজাতের মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।