ঢাকাThursday , 5 January 2023

একটা গোষ্ঠী দেশকে অবনতির দিকে ধাবিত করতে খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে

Zero News
January 5, 2023 6:23 pm
Link Copied!

দেশ যখন সচলভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটা গোষ্ঠী খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ‘অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি সামলে বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। অথচ, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটা গোষ্ঠী খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না।

তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরাও উন্নয়নের বিরুদ্ধে কথা বলতে চান। তারা এ দেশটার উন্নতি চান না। মূল রাজনীতির দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন তারা।

টিপু মুনশি বলেন, দেশের পোশাকখাত ঘুরে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে ৮১ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের প্রত্যাশা করছি।

তিনি বলেন, ৫০ শতাংশ অর্থ যদি পুঁজিবাজার থেকে আসতো, তাহলে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হতে বাধ্য।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেয়ারবাজারে ভালো কোম্পানির পাশাপাশি দক্ষ বিনিয়োগকারীও দরকার। ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার।

তিনি বলেন, আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।