ঢাকাThursday , 5 January 2023

এশিয়া কাপে একই গ্রুপে খেলবে ভারত-পাকিস্তান

Zero News
January 5, 2023 6:40 pm
Link Copied!

এশিয়া কাপে ফের একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলংকা আর আফগানিস্তান।

বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ক্রিকেট পাকিস্তানের।
চলতি বছরের সেপ্টেম্বরে আসরটি মাঠে গড়ানোর কথা রয়েছে।তবে এশিয়া কাপের এই আসরটি কোথায় হবে, সেটি এখনো পরিষ্কার করা হয়নি।
গত এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তার সঙ্গে মিল রেখে ওই ফরম্যাটে করা হয়েছিল আসরটি। এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। কেননা ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে।
বৃহস্পতিবার ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ হতে চলেছে।

nfl jerseys cheap

nike air jordan 1 mid
nike air max 90 futura
jerseyscustomforsale
new adidas shoes
Human hair Wigs
natural hair wigs
nike air jordan for men
design custom soccer jersey
Natural wigs
sex toy shop
custom jerseys football
custom football jersey
custom hockey jersey
adidas outlet
sex toys
lace front wigs
এশিয়া কাপে মোট ৬টি দল থাকছে। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান এবং ‘কোয়ালিফায়ার ১’। দ্বিতীয় গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান।
অর্থাৎ গতবারের এশিয়া কাপে দুবার মুখোমখি হওয়ার পর এবারও কমপক্ষে দুবার ভারত ও পাকিস্তানের লড়াই হতে পারে।
এ বছরের এশিয়া কাপটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও কয়েক মাস আগে জয় শাহ জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে হবে টুর্নামেন্টটি। তবে কোন ভেন্যুতে সেটি এখনো পরিষ্কার হয়নি।