ঢাকাSunday , 8 January 2023

গোবিন্দগঞ্জ ঘুগা স্পোর্টিং ক্রিকেট ক্লাবের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Zero News
January 8, 2023 2:36 pm
Link Copied!

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ঘুগা স্পোর্টিং ক্রিকেট ক্লাব আয়োজনে গত ৬ই জানুয়ারী শুক্রবার ঘুগা স্কুল মাঠে বিকেলে ফুটবল ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।খেলায় পলাশবাড়ী একাদশ ৩-১ গোলে গুজিয়াকে পরাজিত করে একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য রফিকুল আলম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ যুগ্ন আহবায়ক শাহিন শেখ।

nfl jerseys cheap

nike air jordan 1 mid
nike air max 90 futura
jerseyscustomforsale
new adidas shoes
Human hair Wigs
natural hair wigs
nike air jordan for men
design custom soccer jersey
Natural wigs
sex toy shop
custom jerseys football
custom football jersey
custom hockey jersey
adidas outlet
sex toys
lace front wigs

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম, আব্দুল হামিদ, ক্লাবের সভাপতি লিটন শেখ সাধারন সম্পাদক সাহারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল শেখ, উপদেষ্টা ইউনুছ আলী, সহসভাপতি সুজন সরকার, যুগ্ন সাধারন সম্পাদক তারেক কাজী, শিমুল সরকার।
ধারাভাষ্যকার রবিউল ইসলাম প্রমুখ।

শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান ও বিশেষ অতিথি ট্রফি তুলে দেন।

আশরাফুজ্জামান সরকার
জেলা প্রতিনিধি
গাইবান্ধা ৷