ঢাকাWednesday , 15 May 2024

দুঃসংবাদ দিলেন ফারিয়া

Zero News
May 15, 2024 9:49 am
Link Copied!

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। মা দিবসে ভক্তদের দিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। কিন্তু এর দুই দিন পরই দিলেন দুঃসংবাদ।

মঙ্গলবার (১৪ মে) এক ফেসবুক স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন, খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথা ব্যাথা শুরু। ওষুধেও কাজ হচ্ছে না। শরীরটা খারাপ হয়ে গেল আবারও। আমি কোনো কিছু জানাবো না। কানে ধরলাম। কে কি ভাবলো, জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।

একই স্টোরিতে ফারিয়া সাংবাদিকদের উদ্দেশ্যেও বার্তা দেন।

তিনি লেখেন, মোবাইল অফ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আসেন আলোচনায়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।