ঢাকাWednesday , 15 May 2024

কৃষক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Zero News
May 15, 2024 10:04 am
Link Copied!

মো.নাহিদুল হক, কলাপাড়া প্রতিনিধিঃ

কলাপাড়ায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি জিএম মাহবুবুর রহমানসহ অন্যান্য কৃষক নেতাদের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৩ মে সকাল ১০ টায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমতলী উপজেলার সভাপতি (ন্যাপ) নেতা খান মতিউর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মো. রফিকুল ইসলাম, কৃষক নেতা গাজী আলতাফ হোসেন, কৃষক মো. ইমরান গাজী, সমাজ কর্মী মোসা. রাবেয়া খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কৃষক নেতাদের যে মামলায় ফাসানো হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তৎক্ষনাৎ পুলিশি তদন্তে এর কোন সত্যতা মেলেনি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরেন তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার প্রচার সম্পাদক ও গনমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন নয়ন।