ঢাকাWednesday , 29 May 2024

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

Zero News
May 29, 2024 8:49 pm
Link Copied!

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা মাঝারি পাল্লার ভূমিকম্পে কেঁপে উঠেছে। এর উৎপত্তিস্থ ছিল ছিল মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজি) বলছে, বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে মিয়ানমারের মাওলাইক জেলার ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি মূল আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূ–পৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে।

রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খাগড়াছড়ি, ফেনী, যশোরসহ বিভিন্ন এলাকায়ও ভূমিকম্পের খবর পাওয়া যায়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ২২০ কিলোমিটার দূরত্বে। সে কারণে ঢাকার চেয়ে চট্টগ্রামে ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।