ঢাকাSunday , 2 June 2024

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন সম্ভব – এমপি ইয়াকুব আলী 

Zero News
June 2, 2024 12:34 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন। দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শেখ হাসিনার সরকার ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন তৈরিতে কাজ শুরু করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন সম্ভব এবং আগামী দিনের শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট ।
শনিবার (০১ জুন) মণিরামপুরের সুন্দলপুর প্রি-ক্যাডেট স্কুলে সিটি প্লাজা স্কলারশীপ এ্যাসোসিয়েশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুন্দলপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ভগীরথ শীলের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। এর সুফল নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভোগ করবে।
সুন্দলপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক রওশন আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ, যশোর জেলা কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহাদুল করিম, ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্তোষ দাস, সুন্দলপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক নুর আলম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু প্রমুখ।
উল্লেখ্য, সিটি প্লাজা স্কলারশীপ এ্যাসোসিয়েশন কর্তৃক ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত সুন্দলপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৮ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হয়।