ঢাকাSunday , 30 June 2024

নোয়াখালীতে মেঘনার জোয়ারে ভেসে কৃষকের মৃত্যু

Zero News
June 30, 2024 11:14 am
Link Copied!

ইয়াসিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে নিঝুম দ্বীপ উপজেলার হাতিয়া এলাকায় দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে মেঘনা নদীর জোয়ারে ভেসে মো: সেকান্তর হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর জানা গেছে তিনি নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে।
শনিবার (২৯ জুন) রাত ১১ টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নিহতের নাতি ও নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহরাজ উদ্দিন। তিনি বলেন, আমার নানা সেকান্তর পেশায় একজন কৃষক ছিলেন।

নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচরে উনার বেশ কিছু আবাদি কৃষি জমি রয়েছে। ওই সব আবাদি জমি দেখতে সকাল ১০টার দিকে তিনি সহ আরও পাঁচজন সেখানে যাওয়ার পথে দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে পৌঁছলে আকস্মিক মেঘনা নদীর জোয়ারের পানিতে তিনি ভেসে যান। খবর পেয়ে ২শতাধিক স্থানীয় মানুষ এক সাথে নদীতে নেমে খোঁজখুঁজির দেড়ঘন্টা পর দমারচর সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদী বলেন, জোয়ারের পানিতে ডুবে কৃষকের মৃত্যুর বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।