ঢাকাWednesday , 11 September 2024

নেভার নামই নিচ্ছে না বিগ বস কারখানার আগুন।

Zero News
September 11, 2024 9:25 pm
Link Copied!

বেতন না দেওয়া নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে একদল কর্মী আগুন দেওয়ার পরেও গাজীপুরের বিগ বসের গুদামটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে।

দুপুর ১টার দিকে কাশিমপুর এলাকায় বিগ বস কর্পোরেশন লিমিটেডের গুদামে আগুন লাগে।

কর্মীদের অসন্তোষের কারণে কয়েক ঘণ্টা বিলম্বের পর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।

কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল হক দ্য জানান, সন্ধ্যা ৭টার দিকে আগুন এখনও ছড়িয়ে পড়ে।

আমরা আগে স্থানে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উত্তেজিত কর্মীরা আমাদের গাড়ি ভাংচুর করে। আমরা এখনও ঘটনাস্থলে যাইনি,” তিনি বলেন, অন্যান্য ফায়ার স্টেশনের ইঞ্জিনগুলিও আগুন নেভাতে কাজ করছে। 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানার শ্রমিকরা জড়িত ছিলগাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, আশেপাশের কারখানার শ্রমিকরা বিগ বসের গুদামে আগুন ধরিয়ে দেয়।

আজ সকালে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা আশেপাশের কারখানার শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। বিশৃঙ্খলার সময়, কিছু বিক্ষোভকারী গুদামে আগুন ধরিয়ে দেয়, স্থানীয়দের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানায়।