ঢাকাThursday , 12 September 2024

অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি।

Zero News
September 12, 2024 9:14 pm
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি হয়েছে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেল থেকে ।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের এক সমন্বয়ক জানান, পেকুয়া- চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। দুপুরে কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে কেউ একজন তার মোবাইল চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোবাইলটি চুরি হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, দুপুরের দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার মোবাইলটি চুরি হয়েছে। এ অভিযোগ পাওয়ার পর থেকে সেটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।