ঢাকাThursday , 12 September 2024

শহীদদের স্মরণসভা নিয়ে যা বললেন উপদেষ্টা নুরুল ইসলাম নাহিদ।

Zero News
September 12, 2024 11:16 pm
Link Copied!

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়েতথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন  ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের তালিকার কাজ চলমান থাকায় আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না ।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যার শহিদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে।

তিনি জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের তালিকা করছে, আজকে পর্যন্ত নিহত ৭২৮ জনের তালিকা এসেছে। আহত হয়েছেন ২০ হাজার ২৬৩ জন। কেননা স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে, সারা দেশ থেকে আসা শহিদদের পরিবারের থাকা-খাওয়ার খরচ এর মধ্যে রাখা হয়েছে।। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভার তারিখ ঠিক করা হবে