ঢাকাFriday , 13 September 2024

ফ্যাসিবাদ সরকারের পতন না হলে তারা আমাদের বিপদে ফেলত -সাদিয়া আয়মান

Zero News
September 13, 2024 4:24 pm
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সরব ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সে সময়ের কথা বলতে গিয়ে সাদিয়া আয়মান বলেন, ওই সময় লেখালেখি করার কারণে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, স্বৈরাচার সরকারের পতন হয়েছে।

তা নাহলে, আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত। এখন মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে। এদিকে, শুটিংয়ে ফিরেছেন সাদিয়া আয়মান। সম্প্রতি শেষ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘পুতুল পুতুল খেলা নাটকের কাজ। সাদিয়া আয়মান বলেন, আন্দোলন ও বন্যায় দেশের পরিস্থিতি ভালো ছিল না। সে কারণে কাজ করা হয়নি। সম্প্রতি ফাহমি ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।