ঢাকাMonday , 16 September 2024

ইলিশ-ও-সার-চোরাচালান-রোধে উপকূলরক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ।

Zero News
September 16, 2024 9:43 pm
Link Copied!

স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিবেশী দেশে ইলিশ ও সার পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডকে (বিসিজি) বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় সরকার এ বছর ভারতে ইলিশ রপ্তানি করছে না। পাশাপাশি, বর্তমান ডলার সংকটেও সরকার পর্যাপ্ত পরিমাণে আমদানি করে সার সরবরাহ অব্যাহত রেখেছে।”

তিনি বলেন, “এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশে ইলিশ ও সার পাচারের ঝুঁকি রয়েছে। তাই কোস্টগার্ডের মূল দায়িত্বের অংশ হিসেবে ইলিশ ও সারসহ বিভিন্ন পণ্যের পাচার বন্ধ করতে হবে।”

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ মন্তব্য করেন।রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশের দাম কম

নৌপথে চোরাচালান রোধে কোস্টগার্ডকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর।

তিনি বলেন, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ‘নৈতিকতার অবনতি’ থাকলেও কোস্টগার্ড এক্ষেত্রে ব্যতিক্রম।

উপদেষ্টা বলেন, “উপকূলরক্ষীরা নৈতিক মান বজায় রেখেছে এবং অর্পিত দায়িত্বের ক্ষেত্রে ভালোভাবে কাজ করেছে।”

এরপর তিনি নৈতিক মান ও কর্মক্ষমতা বজায় রাখার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীকে ধন্যবাদ জানান।