ঢাকাMonday , 16 September 2024

একটি-সুষ্ঠু-অবাধ-নির্বাচন করতে হলে ন্যূনতম যা করা দরকার তা করতে হবে: মির্জা ফখরুল।

Zero News
September 16, 2024 10:19 pm
Link Copied!

আজ সোমবার এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন মির্জা ফখরুল বলেন, ‘একটি জরিপে বলেছে ৮০ শতাংশ লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। আমি জানি না এই কথা তারা কোথা থেকে পেল, কীভাবে পেল। কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না।’

জরিপটির প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘আমি পত্রিকার নাম বলছি না একটা জরিপের বরাত দিয়ে লিখেছে। এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারব না। এ ধরনের কথা, রিপোর্ট করা থেকে আমার মনে হয় ভেবেচিন্তে করা উচিত যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু সংগঠন, গোষ্ঠী তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে। সব সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের দরকার নাই, পার্লামেন্টের দরকার নাই।’অন্তর্বর্তী সরকার বেশিদিন থাকলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান তিনি।

রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এ আলোচনা সভা আয়োজন করে।