ঢাকাFriday , 20 September 2024

মৃত্যু দন্ড বাতিল হচ্ছে না তাইওয়ানে।

Zero News
September 20, 2024 11:52 pm
Link Copied!

গুরুতর অপরাধের জন্যই কেবল মৃত্যুদণ্ড দেওয়া যাবে তাইওয়ানের আইন অনুযায়ী।এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে কঠোর আইনি যাচাই-বাছাই করতে হবে।তাইওয়ানের সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার মৃত্যুদণ্ড সাংবিধানিক হিসেবে আদেশ জারি করেছে।

এশিয়ার সবচেয়ে উদার গণতন্ত্র হিসেবে তাইওয়ানের খ্যাতি সত্ত্বেও জনমত জরিপ অনুসারে সেখানে মৃত্যুদণ্ড ব্যাপকভাবে জনপ্রিয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে খুবই কম। সেখানে সহিংস অপরাধও তুলনামূলকভাবে কম।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ৩৭ ব্যক্তির পিটিশন বিবেচনায় নিয়ে আজ শুক্রবার দ্বীপটির সাংবিধানিক আদালত এ রুল দেন।

গত এপ্রিল মাস থেকে এ পিটিশনের শুনানি শুরু হয়। গতকাল বিচারক হু জং-লি রুল জারি করে বলেন, জীবনের অধিকার রক্ষা করা উচিত। তবে এই জাতীয় সুরক্ষা পরম হওয়া উচিত নয়। তাইওয়ানের অধিকার গোষ্ঠী বলেছে, রায়ে কিছু ইতিবাচক দিক থাকলেও তাইওয়ানের সমস্ত মৃত্যুদণ্ড বন্ধ করা দরকার।