ঢাকাSunday , 22 September 2024

ব্যাতিক্রম হবে কি , এবারের ভর্তি প্রস্তুতি?

Zero News
September 22, 2024 3:51 pm
Link Copied!

এবার যাঁরা ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, প্রায় সবাই ২০২৪ সালের এইচএসসি ব্যাচ (আগের ব্যাচেরও অনেকে আছেন, যাঁরা দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন)। এ বছর এইচএসসি পরীক্ষার মাঝপথেই শুরু হয় ‘জুলাই বিপ্লব’, থেমে যায় পরীক্ষা। আন্দোলন শেষেও পূর্বাঞ্চলে ছিল বন্যার ভয়াবহতা। নানা কারণে পরীক্ষা বা পড়ালেখা—কোনোটিতেই মন দেওয়ার সুযোগ হয়নি অনেকের।

ভর্তিযুদ্ধে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে রাজধানীতে এসেছেন হাজার হাজার পরীক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেক শিক্ষার্থী। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামো নিয়ে কোনো অনিশ্চয়তায় ভুগছেন কি না, জানতে চাইলে তারা  বলেন ‘পরিস্থিতি পরিবর্তিত হয়েছে ঠিক; কিন্তু এতে মোটাদাগে পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামোয় পরিবর্তন আসবে কি না, সেসব নিয়ে ভাবছে না শিক্ষার্থীরা। এমন কিছুর সম্ভাবনা কমই মনে হচ্ছে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের ইতিহাসনির্ভর প্রশ্নগুলোয় হয়তো কিছুটা পরিবর্তন আসবে।’

দিনাজপুর থেকে ঢাকায় এসে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন মো. তাজকাতুল ইমরান। পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামো নিয়ে চিন্তিত নন তিনিও। বললেন, ‘এবারের পরীক্ষা শেষ না হওয়ার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এইচএসসির জন্য আমাদের তো পূর্ণ প্রস্তুতিই ছিল; সেহেতু পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামো নিয়ে চিন্তার কিছু আছে বলে আমি মনে করি না।’ তবে অন্যান্য চ্যালেঞ্জের কথাও বললেন এই শিক্ষার্থীরা, ‘জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পড়াশোনা একপ্রকার থেমেই গিয়েছিল। এরপর মাঝের সময়টাতে পড়ার টেবিল থেকে দূরেই ছিলেন তারা। এখন আগের মতো পড়ায় মন বসাতে একটু সমস্যা তো হচ্ছেই।

গত কয়েক মাসে শিক্ষার্থীদের মনোজগতে বড় ধরনের ঝড় বয়ে গেছে। মাস দুয়েক আগে তাঁরা যে পরিকল্পনায় এগোচ্ছিলেন, এখনো কি পরিকল্পনা একই আছে?

এ প্রশ্নের উত্তরে তারা বলেন, ‘তখন (আন্দোলনের সময়টায়) আমাদের চিন্তাটা শুধু দেশ নিয়েই ছিল। কখন, কোথায় কী হচ্ছে, সে খবর নিয়েই পড়ে থাকতাম। প্রায় দেড় মাসের একটা বিরতি পড়ে গেছে।’ এখন নতুন উদ্যমে পড়ায় মন দিতে চেষ্টা করছেন তারা।

গত কয়েক মাসে শিক্ষার্থীদের মনোজগতে বড় ধরনের ঝড় বয়ে গেছে। মাস দুয়েক আগে তাঁরা যে পরিকল্পনায় এগোচ্ছিলেন, এখনো কি পরিকল্পনা একই আছে?   জবাবে তারা বলেন,এখনো সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।’ চাঁদপুরের রেজওয়ানা, দিনাজপুরের ইমরান, কুষ্টিয়ার অলিন্দও একই কথা বললেন। তাঁদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি।

আগে কোচিংয়ের জন্য ঢাকামুখী হওয়ার চলই বেশি ছিল। মূলত করোনা–পরবর্তী সময়ে এ পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে। এখন ঢাকার বাইরে থেকে কিংবা অনলাইনের মাধ্যমেও ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে। বোর্ড পরীক্ষা শর্ট সিলেবাসে হয়েছে। তাই এবারের ভর্তি পরীক্ষাগুলোয় শর্ট নাকি ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে, তা নিয়ে কিছুটা দুশ্চিন্তাও আছে।’

সেই সাথে সাধারণ জ্ঞান অংশের ইতিহাসনির্ভর প্রশ্নগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের নতুনভাবে প্রস্তুত করছে কোচিং সেন্টারগুলো। প্রকাশিত সহায়িকার (গাইড বইয়ের) পাঠ্যসূচিতে এবারের জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়েছেন প্রকাশকরা।

পরীক্ষাপদ্ধতিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কি না,সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম খাদেমুল হক বলেন,গত কয়েক বছর ভর্তিপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।তবে গত বছর থেকে সেই দায়িত্বে নেই। এবার খুব বড় কোনো পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন না। কেননা, পদ্ধতিগত কোনো পরিবর্তন এলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বছরখানেক আগেই জানিয়ে দেয়। যেমনটা ঘটেছিল ২০২৩ সালে ঘ ইউনিট তুলে দেওয়ার ক্ষেত্রে। ২০২২ সালেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ঘ ইউনিট পরের বছর থেকে থাকছে না। এবার এখন পর্যন্ত বড় কোনো পরিবর্তনের নির্দেশনা আসেনি।’

পরিস্থিতি ভিন্ন। তাই শিক্ষার্থীদের প্রস্তুতি একটু ভিন্নভাবে নিতে পরামর্শ দিলেন ২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী অনন্য গাঙ্গুলী। তিনি বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা একটি অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হতে যাচ্ছে। চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রভাব যেমন মনের ওপর পড়েছে, তেমনি প্রশ্নেও আমরা নিশ্চয়ই কিছু পরিবর্তনের ছাপ দেখতে পাব। বিগত সরকারের আমলের বিভিন্ন অর্জন এবং তাদের দলীয় ইতিহাসের ওপর তুলনামূলক কম গুরুত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, ভৌগোলিক অবস্থান—এসব বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে বেশি। সেই সঙ্গে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, অন্তর্বর্তী সরকারের সদস্য ও তাঁদের কার্যক্রমও সাম্প্রতিক বিষয়াবলি হিসেবে গুরুত্বপূর্ণ। এগুলোও ভালোভাবে জেনে রাখতে হবে।’