ঢাকাMonday , 23 September 2024

সংস্কার কমিটিতে আলেম সমাজের প্রতিনিধি ছাড়া নিরপেক্ষ হবে না। শায়েখ চরমোনাই ফয়জুল কারীম

Zero News
September 23, 2024 3:12 pm
Link Copied!

সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন কমিটি করলেও, এসব কমিটিতে আলেম-ওলামাদেরকে যুক্ত না করায় ফয়জুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে শিক্ষা সংস্কার কমিটিসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য যে কমিটি করেছেন সেই কমিটির মধ্যে কোনো আলেম-ওলামা নেই। আর আলেম-ওলামা ব্যাতীত কোনো কমিশন নিরপেক্ষ হতে পারে না।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ ময়দানে ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারে গৃহীত সংস্কার কমিটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শায়েখ চরমোনাই ফয়জুল করীম বলেন, গত ৫ আগস্ট এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মুক্তি পাওয়ার জন্য। শান্তি পাওয়ার জন্য। বৈষম্য দূর হওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম আজকে যে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, যদি বৈষম্য দূর করতে না পারেন, তাহলে এই রক্ত দেয়া, এই আন্দোলন সব বৃথা যাবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংস্কারের জন্য যে কমিটি করেছেন, সেই কমিটিতে বৈষম্য লক্ষ্য করছি।

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পার্বত্য অঞ্চলে কিছু বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতা ঘোষণা করতে চায়। আমি সরকারকে বলতে চাই, কঠোর হস্তে তাদেরকে দমন করুন। কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন। যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিকে রক্ষা করার জন্য এ দেশের জনগণ জীবন দিয়ে দেবে। রক্ত দেবে। কিন্তু এক ইঞ্চি জমিও তারা অন্য কাউকে দিতে রাজি নয়।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেন, আপনি সাহসিকতার সহিত দেশ পরিচালনা করেন। বাঘের মতো দেশ চালান। মাথা নত করবেন না। সাহস হারাবেন না। যদি বৈষম্য না করেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আপনার সাথে থাকবে। আর যদি বৈষম্য করেন বিদেশি এজেন্টদের চাপিয়ে দেয়া বিষয় নিয়ে ষড়যন্ত্র করেন, বিদেশি সংস্কৃতিকে বাংলাদেশের প্রাণ প্রিয় মুসলমানদের প্রতি সাংস্কৃতি রূপদান করতে চান, নাস্তিকতাকে যদি প্রতিষ্ঠিত করতে চান, এনজিওদের যদি প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তেমনি ধর্মকে রক্ষা করার জন্য, এই দেশের মাটিকে রক্ষা করার জন্য তারা প্রয়োজনে আবার আন্দোলন সংগ্রাম করবে।

তিনি আরো হলেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের নির্বাচন দেয়ার জন্যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় দুর্নীতিমুক্ত নির্বাচন দেয়া সম্ভব নয়। পেশী শক্তি মুক্ত নির্বাচন দেয়া সম্ভব নয়। সংখ্যানুপাতিক হারে নির্বাচনে প্রতীকে ভোট হবে, যে প্রতীকে যত শতাংশ ভোট পাবে, তত শতাংশ প্রতিনিধি সংসদে প্রেরণ করবে।

সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও আন্দোলনের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফয্ ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মোহাম্মদুল্লাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও আলহাজ্ব মুসলেহ উদ্দীন ভূঁইয়া, সাবেক জেলা সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, উপদেষ্টা মাওলানা উসমান গনী রাসেল, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজী, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম প্রমুখ। এছাড়াও আন্দোলনের সকল উপজেলা ও সকল সহযোগী সংগঠনের জেলা শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণসমাবেশে হামদ-না’ত দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন যিকরুল্লাহ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

গণসমাবেশে শায়খে চরমোনাই’র হাতে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানায় ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধির একটি দল। সমাবেশ শেষে শায়খে চরমোনাই ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মুনাজাত করেন।

মোঃ খোকন