ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। টানা পঞ্চম ইনিংসে সিঙ্গেল ডিজিটে ফিরলেন টাইগার অধিনায়ক।
মুমিনুলের বিদায়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। শতক হাঁকিয়ে ১২১ রানে অপরাজিত আছেন তামিম। তার সঙ্গে মাঠে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল যেন রান করতেই ভুলে গেছেন। সর্বশেষ ১৩ ইনিংসে মাত্র তিন ইনিংসে ডবল ডিজিট রান করতে পেরেছেন মুমিনুল। যার মধ্যে দুটি চলতি বছরের প্রথম টেস্টে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
এরপর দুটি ডাক সহ মোট ছয় ইনিংসে সিঙেল ডিজিটে ফিরেছেন মুমিনুল। এর আগের চার ইনিংসেও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি টেস্ট অধিনায়ক।
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন মুমিনুল। ৯ টেস্টের ১৭ ইনিংসে ৪টি শতক ও ৩টি অর্ধশতকে ৮৮৪ রান করেছিলেন মুমিনুল।