ঢাকাTuesday , 17 May 2022

নিউজিল্যান্ডে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

Zero News
May 17, 2022 11:22 am
Link Copied!

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছরও একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। যদিও বাংলাদেশ এই ফরম্যাটে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।

গত আসরের মূল পর্বে পায়নি কোনো জয়। তবে এবার বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও অস্ট্রেলিয়ার কন্ডিশন টাইগারদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেভাবেই এগোতে চায় বিসিবি।

তাই বিশ্বকাপের আগে কিছুটা হলেও অস্ট্রেলিয়ার কন্ডিশনের ফ্লেভার নিতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে এক সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস বলেছেন, ‘এরমধ্যে জেনে গেছেন, আমাদের কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬টির বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না (দেশ)। কারণ, আমরা খেলার মধ্যেই আছি।’