ঢাকাTuesday , 17 May 2022

ছুটি শেষে ফের যানজট রাজধানীর সড়কে

Zero News
May 17, 2022 2:27 pm
Link Copied!

ঈদ এবং বুদ্ধ পূর্ণিমাসহ দীর্ঘ ছুটি শেষে পুরোদমে খুলেছে অফিস আদালত। রাজধানী ঢাকাতে ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে যানজট, থমকে গেছে ঢাকা।

সোমবার সকাল থেকে রাজধানীর বিজয় সরণি, রামপুরা, বাড্ডা, কাকরাইল, শান্তিনগর, গুলিস্থান, পল্টন, প্রেসক্লাবসহ বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি।

গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় বিরক্তিকর জ্যামে বসে ভোগান্তিতে হাজারো মানুষ। অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না। কোথাও কোথাও টানা ৪০ মিনিট সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

পল্টন মোড়ে যাত্রীর জন্য অপেক্ষমাণ সিএনজি অটোরিকশার চালক মিনহাজ মিয়া বলেন, ঈদের ছুটিতে যে রাস্তায় ২০ মিনিটে যাওয়া যেত, এখন সেখানে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে।

এদিকে যানজট কমাতে ট্রাফিক আইন মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ঢাকার রাস্তায় গাড়ি বাড়ার সাথে সাথে মানুষের আইন ভাঙার প্রবণতাও বাড়ছে। যার ফলে যানজট বাড়ছে। রাস্তায় যারা ট্রাফিক আইন ভাঙছেন তাদের প্রত্যেককে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।