ঢাকাWednesday , 18 May 2022

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

Zero News
May 18, 2022 6:45 am
Link Copied!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। শনিবার (২৮ মে) ঢাকায় আসছেন তিনি। এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশি গণমাধ্যমের কাছে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিররের প্রধান শাহ জাহান ভূঁইয়া। তিনি বলেন, হ্যাঁ তিনি ঢাকায় আসছেন। বিষয়টি তিনি আমাদের নিশ্চিত করে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

তিনি আরও বলেন, একটি পাঁচ তারকা হোটেলে ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।

এর আগে, শিল্পী শেঠি ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেওয়ার জন্যই তার আগমন ঘটেছিল।